Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মুন্সীগঞ্জ সড়ক বিভাগাধীন চলমান প্রকল্পের বিবরনী।
বিস্তারিত


(ক) ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার সৈয়দপুর থেকে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার হাসাড়া পর্যন্ত জেলা মহাসড়ক (জেড- ৮২০৩) যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরন প্রকল্প।

 

(১) সড়ক বাঁধ প্রশস্তকরন/নির্মাণ(মাটির কাজ),পেভমেন্ট নির্মাণ, প্রশস্তকরন, মজবুতি করন এবং সার্ফেসিং ইত্যাদি।

(২)  দুইটি পিসি গার্ডার/ আরসিসি সেতু (৫ম কি:মি: এ নোয়া বাজার সেতু, ৭ম কি:মি: এ ইছামতি সেতু) এবং ৮টি বক্স কালভার্ট নির্মাণ, এপ্রোচ সড়ক নির্মাণ এবং সার্ফেসিং ইত্যাদি।

(৩) ১ টি পিসি গার্ডার/১টি আর সিসি সেতু নির্মাণ ( সৈয়দপুর  সেতু), এপ্রোচ সড়ক নির্মাণ  এবং সার্ফেসিং ইত্যাদি।


(খ)“জরাজীর্ণ অপ্রশস্ত ও গুরুত্বপূর্ন পয়েন্টে বিদ্যমান বেইলী সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন (ঢাকা জোন) ” শীর্ষক প্রকল্প (মুন্সীগঞ্জ অংশ)।



(১)  ফতুল্লা-মুন্সীগঞ্জ-লৌহজং মাওয়া সড়কে ১৫তম কিঃমিঃ এ ৩১.৮২৮ মিটার পিসি গার্ডার সেতু (বালিয়াডাঙ্গা  সেতু) নির্মাণ, ১৬তম কিঃমিঃ এ ৩১.৮২১৮ মিটার পিসি গার্ডার সেতু (উমপাড়া সেতু) নির্মাণ, ১৭তম কিঃমিঃ এ  ২৫.৭৪  মিটার পিসি গার্ডার (বড়লিয়া সেতু)নির্মাণ কাজ  চলমান রয়েছে।

(২) মুন্সীগঞ্জ-হাতিমারা-কুন্ডেরবাজার-শ্রীনগর-ছনবাড়ী সড়কে ২য় কিঃমিঃ এ ২৫.৭৪ মিটার পিসি গার্ডার(পাইকপাড়া সেতু) ,১১তমকিঃমিঃএ ৩৭.৯২ মিটার  পিসি গার্ডার (ইছাপুর-১ সেতু)নির্মাণ কাজ চলমান  রয়েছে।

(৩)  তুরাগ-রুহিতপুর-ভাওয়ারভিটি সড়কের ২০তম  কিঃমিঃ এ ৪৪.০২০ মিটার (১ x ৪২.৮৮ মিটার)খোয়ালখালী সেতু নির্মাণ কাজ চলমান।

(৪) ফতুল্লা-মুন্সিগঞ্জ-লৌহজং-মাওয়া সড়কের ৪টি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে যা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা হবে।

(৫) এছাড়াও রিকাবীবাজার-রামপাল-দিঘীরপাড়-বাংলাবাজার-মুন্সিগঞ্জ সড়কে ১১টি সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

(৬) মুন্সিগঞ্জ-শ্রীনগর সড়কে ৬টি সেতু ও ২টি কালভার্ট নির্মাণ কাজ চলমান। 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/08/2023
আর্কাইভ তারিখ
01/10/2023