(ক) ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার সৈয়দপুর থেকে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার হাসাড়া পর্যন্ত জেলা মহাসড়ক (জেড- ৮২০৩) যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরন প্রকল্প।
(১) সড়ক বাঁধ প্রশস্তকরন/নির্মাণ(মাটির কাজ),পেভমেন্ট নির্মাণ, প্রশস্তকরন, মজবুতি করন এবং সার্ফেসিং ইত্যাদি। (২) দুইটি পিসি গার্ডার/ আরসিসি সেতু (৫ম কি:মি: এ নোয়া বাজার সেতু, ৭ম কি:মি: এ ইছামতি সেতু) এবং ৮টি বক্স কালভার্ট নির্মাণ, এপ্রোচ সড়ক নির্মাণ এবং সার্ফেসিং ইত্যাদি। (৩) ১ টি পিসি গার্ডার/১টি আর সিসি সেতু নির্মাণ ( সৈয়দপুর সেতু), এপ্রোচ সড়ক নির্মাণ এবং সার্ফেসিং ইত্যাদি।
(খ)“জরাজীর্ণ অপ্রশস্ত ও গুরুত্বপূর্ন পয়েন্টে বিদ্যমান বেইলী সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন (ঢাকা জোন) ” শীর্ষক প্রকল্প (মুন্সীগঞ্জ অংশ)।
(১) ফতুল্লা-মুন্সীগঞ্জ-লৌহজং মাওয়া সড়কে ১৫তম কিঃমিঃ এ ৩১.৮২৮ মিটার পিসি গার্ডার সেতু (বালিয়াডাঙ্গা সেতু) নির্মাণ, ১৬তম কিঃমিঃ এ ৩১.৮২১৮ মিটার পিসি গার্ডার সেতু (উমপাড়া সেতু) নির্মাণ, ১৭তম কিঃমিঃ এ ২৫.৭৪ মিটার পিসি গার্ডার (বড়লিয়া সেতু)নির্মাণ কাজ চলমান রয়েছে। (২) মুন্সীগঞ্জ-হাতিমারা-কুন্ডেরবাজার-শ্রীনগর-ছনবাড়ী সড়কে ২য় কিঃমিঃ এ ২৫.৭৪ মিটার পিসি গার্ডার(পাইকপাড়া সেতু) ,১১তমকিঃমিঃএ ৩৭.৯২ মিটার পিসি গার্ডার (ইছাপুর-১ সেতু)নির্মাণ কাজ চলমান রয়েছে। (৩) তুরাগ-রুহিতপুর-ভাওয়ারভিটি সড়কের ২০তম কিঃমিঃ এ ৪৪.০২০ মিটার (১ x ৪২.৮৮ মিটার)খোয়ালখালী সেতু নির্মাণ কাজ চলমান। (৪) ফতুল্লা-মুন্সিগঞ্জ-লৌহজং-মাওয়া সড়কের ৪টি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে যা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা হবে। (৫) এছাড়াও রিকাবীবাজার-রামপাল-দিঘীরপাড়-বাংলাবাজার-মুন্সিগঞ্জ সড়কে ১১টি সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। (৬) মুন্সিগঞ্জ-শ্রীনগর সড়কে ৬টি সেতু ও ২টি কালভার্ট নির্মাণ কাজ চলমান। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস