মুন্সিগঞ্জ সড়ক বিভাগ ১৯৯১ সালে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে প্রতিষ্ঠিত হয়। মুন্সিগঞ্জের ৫টি উপজেলা ও ঢাকার নবাবগঞ্জ ও দোহার (আংশিক) উপজেলা এই সড়ক বিভাগের অংশ। মোট ৩টি উপবিভাগের সমন্বয়ে গঠিত অত্র সড়ক বিভাগে মোট সড়কের পরিমাণ ৩৩৯.৪৪ কিলোমিটার তন্মধ্যে জাতীয় মহাসড়ক ৩৭.৮৫ কিলোমিটার ও আঞ্চলিক মহাসড়ক ১১২.৩৮ কিলোমিটার। অত্র সড়ক বিভাগে মোট সেতুর সংখ্যা ১৩১টি।
মুন্সিগঞ্জ সড়ক বিভাগ অত্র এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা মোতাবেক পুরাতন ও ঝুঁকিপূর্ণ বেইলী সেতুসমূহ প্রতিস্থাপনের লক্ষ্যে অত্র সড়ক বিভাগের ৪৮টি পুরাতন ও ঝুঁকিপূর্ণ সেতুকে যথাযথ মান ও প্রশস্ততার কংক্রিট সেতু দ্বারা প্রতিস্থাপনের প্রকল্প চলমান আছে। তন্মধ্যে ৪৬টি সেতুর কাজের উল্লেখযোগ্য অগ্রগতি ইতোমধ্যেই জনসাধারণ ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে। সড়ক বিভাগের সাথে যোগাযোগ করে জানা যায় বাকি দুইটি সেতুর নকশা সম্পন্ন হবার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অতিদ্রুত উক্ত সেতুদ্বয়ের কাজও শুরু হবে। প্রকল্পটি সমাপ্ত হলে মুন্সিগঞ্জ জেলাকে বেইলী সেতু মুক্ত ঘোষণা করা সম্ভব হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক (জাতীয় মহাসড়ক এন-৮) ২০২২ সালের জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। মহাসড়কটির যথাযথ রক্ষণাবেক্ষণ ও যানবাহন হতে টোল সংগ্রহের উদ্দেশ্যে সড়ক ও জনপথ অধিদপ্তর ও কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়। যার ফলশ্রুতিতে মহাসড়কটি যে নিরবিচ্ছিন্ন ভাবে দেশের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকার যোগাযোগে অভূতপূর্ব ভূমিকা রাখছে । শুধু তাই নয়, ধলেশ্বরী এবং ভাঙ্গা পয়েন্টে যথাযথ টোল সংগ্রহের মাধ্যমে সরকারের উল্লেখযোগ্য রাজস্ব আয় অর্জনেও অবদান রাখছে।
মুন্সিগঞ্জ সড়ক বিভাগ মুন্সিগঞ্জ জেলার ৪টি উপজেলা ও ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার মোট ৩৩৯ কিলোমিটার সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষনের দায়িত্ব প্রাপ্ত একমাত্র সরকারী সংস্থা। তবে শুধুমাত্র নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে জনসাধারণের জীবন যাত্রা সহজীকরণেই এই সড়ক বিভাগের কার্যক্রম সীমাবদ্ধ নেই। সড়ক যোগাযোগ ব্যবস্থার প্রতিনিয়ত উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ মুন্সিগঞ্জ সড়ক বিভাগ অত্র এলাকার বিভিন্ন সড়কাংশ উন্নয়ন ও ক্রমবর্ধমান চাহিদা মোতাবেক নতুন সড়ক নির্মাণেও রাখছে অগ্রণী ভূমিকা। প্রস্তাবিত প্রকল্পসমূহের মধ্যে মুন্সিগঞ্জ থেকে শ্রীনগর পর্যন্ত সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, ঢাকা আউটার রিং রোড (কালাকান্দি হতে ৩য় শীতলক্ষ্যা সেতু পর্যন্ত সড়ক) নির্মাণ প্রকল্প এবং রামেরকান্দা-লাকিরচর (রোহিতপুর বাজার সংযোগ) সড়ক নির্মাণ প্রকল্প উল্লেখযোগ্য যা এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সরকারী বিভিন্ন দপ্তর ও সংস্থার সাথে সহযোগিতার মাধ্যমে মুন্সিগঞ্জ সড়ক বিভাগ তার জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং মুন্সিগঞ্জকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে নিতে প্রশংসনীয় ভূমিকা রাখছে। ধন্যবাদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস