মুন্সিগঞ্জ সড়ক বিভাগ মুন্সিগঞ্জ জেলার ৪টি উপজেলা ও ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার মোট ৩৩৯ কিলোমিটার সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষনের দায়িত্ব প্রাপ্ত একমাত্র সরকারী সংস্থা। তবে শুধুমাত্র নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে জনসাধারণের জীবন যাত্রা সহজীকরণেই এই সড়ক বিভাগের কার্যক্রম সীমাবদ্ধ নেই। সড়ক যোগাযোগ ব্যবস্থার প্রতিনিয়ত উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ মুন্সিগঞ্জ সড়ক বিভাগ অত্র এলাকার বিভিন্ন সড়কাংশ উন্নয়ন ও ক্রমবর্ধমান চাহিদা মোতাবেক নতুন সড়ক নির্মাণেও রাখছে অগ্রণী ভূমিকা। প্রস্তাবিত প্রকল্পসমূহের মধ্যে মুন্সিগঞ্জ থেকে শ্রীনগর পর্যন্ত সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, ঢাকা আউটার রিং রোড (কালাকান্দি হতে ৩য় শীতলক্ষ্যা সেতু পর্যন্ত সড়ক) নির্মাণ প্রকল্প এবং রামেরকান্দা-লাকিরচর (রোহিতপুর বাজার সংযোগ) সড়ক নির্মাণ প্রকল্প উল্লেখযোগ্য যা এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS